কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৪-২০২৫ ০৭:৩৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৫ ০৭:৩৪:৩৭ অপরাহ্ন
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বেলা ৩টায় ‘এ’ ইউনিট এবং ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্দেশনাগুলো হলো—
১. পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
২. পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এককোনায় রেখে পরীক্ষা দিতে হবে।
৩. রোল নম্বর ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।
৪. পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।
৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স