ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পাওনা পরিশোধের দাবিতে প্রতিদিনের বাংলাদেশ’র সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৫:১৭:৪৮ অপরাহ্ন
​পাওনা পরিশোধের দাবিতে প্রতিদিনের বাংলাদেশ’র সাংবাদিকদের মানববন্ধন ​ছবি: সংগৃহীত
রংধনু গ্রুপের মালিকাধীন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা থেকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার অনলাইন, ডিজিটাল, রিপোর্টিংসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী সাংবাদিক ও কর্মীদের মার্চ মাসের শেষদিকে মৌখিকভাবে জানানো হয় তারা অফিসে আর আসতে পারবেন না। এরপর এপ্রিলের শুরুতে সরাসরি অফিসে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিনা নোটিশে এ ধরনের সিদ্ধান্ত এবং কোনো আনুষ্ঠানিক অব্যাহতি ছাড়াই বাস্তবায়ন করা হয়। যা শ্রম আইন পরিপন্থী ও অমানবিক।

বক্তারা বলেন, হঠাৎ চাকরি হারিয়ে অনেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা তাদের ন্যায্য পাওনাদি—বকেয়া বেতন, ছুটির ভাতা, নোটিশ পিরিয়ডের অর্থসহ সকল প্রকার বকেয়া অবিলম্বে পরিশোধের দাবি জানান।

একই সঙ্গে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে বক্তারা বলেন, এ সময়ের মধ্যে যদি ন্যায্য পাওনা পরিশোধ না করা হয়, তবে আইনি ও সাংগঠনিকভাবে পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন তারা।

মানববন্ধন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। যাতে সকল ভুক্তভোগীর পাওনা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানানো হয়। 


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ