শাপলা চত্বরে গণহত্যা
মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৪-২০২৫ ০৪:৪০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৫ ০৭:১৩:২১ অপরাহ্ন
একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল । ফাইল ছবি
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর চালানো গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে ট্রাইব্যুনালে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধেও এ অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স