ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১১ ঘণ্টা পর খুলল চবির মূল ফটকের তালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৩:৪৫:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৩:৪৫:০৯ অপরাহ্ন
১১ ঘণ্টা পর খুলল চবির মূল ফটকের তালা সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর মূল ফটকে লাগানো তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ফটক খুলে দেওয়া হয়।

এর আগে, সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এরপর রাত পৌনে ১টার দিকে প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, “গতকালের নিন্দনীয় হামলার ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে তালা দিয়েছিলাম। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ আগে গেইট খুলে দিয়েছি।” তিনি বলেন, “প্রশাসনের কাছে আমাদের দাবি ছিল- শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ১ নম্বর গেইট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকার বাস চালু করা এবং সিএনজি চালকদের দৌরাত্ম কমানো।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “আমাদের এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনাটি জানতে পেরেছি। এটি খুবই ন্যাক্কারজনক। আমরা শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তারা মূল ফটকের তারা খুলে দিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো আমাদেরই দাবি। আমরা দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।”তিনি আরো বলেন, “পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে শিক্ষার্থীর ওপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। আগামী সমাবর্তনের আগে আপাতত অল্প পরিসরে চক্রাকার বাস সার্ভিস চালু করব।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ