ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১২:৫৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১২:৫৬:১২ অপরাহ্ন
​ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৭ অক্টোবর: 
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি।
রোববার (৬ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্ত থেকে সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

বিএস/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ