ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:২৭:৩৬ অপরাহ্ন
​যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক ​ছবি: সংগৃহীত
যশোর রেলওয়ে জংশনে কমিউটার ট্রেন বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, লাইনচ্যুত বগিটি রেখে বেলা সাড়ে ১১টার দিকে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশে ছেড়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী কমিউটার ট্রেন যশোর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল কাজ শুরু করে।

এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ