ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

'শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে অনেকেই সংস্কারের কথা বলছেন'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:১০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:৫৯:৩৫ অপরাহ্ন
'শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে অনেকেই সংস্কারের কথা বলছেন' ফাইল ছবি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন শীতাতপ নিয়ন্ত্রিত দামি অফিসে বসে অনেকেই সংস্কারের কথা বলছেন কিন্তু বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার সময়ই সংস্কারের কথা বলেছে।সোমবার (১৪ এপ্রিল) বিএনপি’র মিডিয়া সেলের আয়োজনে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংস্কার ও অন্যান্য বিষয়ে কথা বলেন তিনি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্য রাজনৈতিক দলগুলোর কেউ অন্যায় করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে।নববর্ষে নিজের ফেইসবুক পেইজে নববর্ষে সকলের কল্যাণ ও শান্তি কামনা করে পার্বত্য অঞ্চলবাসি বিভিন্ন নৃ-গোষ্ঠিসহ সকল সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।তিনি বলেছেন, বিএনপি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রতিটি মানুষ যখন এগিয়ে আসবে তখনই এই ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ