ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের জ্বালানি-খনিজ সম্পদ খাতের বিভিন্ন পদে বড় রদবদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৪:০৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৬:০৫:২৬ অপরাহ্ন
দেশের জ্বালানি-খনিজ সম্পদ খাতের বিভিন্ন পদে বড় রদবদল প্রতীকী ছবি
দেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। পেট্রোবাংলার আওতাধীন বাপেক্স, আরপিজিএল ও বিজিএফসিএলে এ রদবদল আনা হয়েছে। একইসঙ্গে বাপেক্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে পদোন্নতি দিয়ে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, প্রকৌশলী মো. ফজলুল হক-কে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ খাতে কাজ করে আসছেন এবং অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়া, প্রকৌশলী মো. হারুন ভুইয়াকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিএল) এর এবং প্রকৌশলী মো. ফারুক হোসেনকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এদিকে, বাপেক্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শোয়েবকে পদোন্নতি দিয়ে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ পদে তিনি পেট্রোলিয়াম শেয়ারিং কন্ট্রাক্ট সংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ