ঢাকামুখি ৫ ট্রেনের চলাচল বাতিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৪-২০২৫ ০৩:৫৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৪-২০২৫ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকামুখী যাত্রীবাহী পাঁচ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) এ ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। এ সিদ্ধান্ত দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের বিলম্বতা ও যাত্রীদের দুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে ট্রেনগুলোর যাত্রা বাতিল হয়েছে সেগুলো হলো- সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ ৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ৭৫৪/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা- চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ-ডাউন এক্সপ্রেস।
পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, ঈশ্বরদী-ঢাকা রেলরুট ট্রেন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রুট। এ রুট দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী, মেইল এবং লোকাল ট্রেন চলাচল করে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ৪০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আহসান জাবীর জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী-ঢাকা রুটের মৌচাক-জয়দেবপুর সেকশনে মেইল লাইন ব্লক। এ জন্য কয়েকটি আন্তঃনগর ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। ট্রেনের বিলম্ব পরিহারের জন্য সোমবার ঢাকামুখী পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মৌচাক-জয়দেবপুর রেলস্টেশনের মধ্যবর্তী সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স