ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রঙে রঙিন বৈশাখের শাড়ি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৫৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৩:৫৩:০৭ অপরাহ্ন
রঙে রঙিন বৈশাখের শাড়ি ফাইল ছবি
বৈশাখে গরমে আরাম নিশ্চিত করার জন্য সুতি বরাবরের মতো প্রাধান্য পেয়েছে। আবার কোনো কোনো ফ্যাশন উদ্যোক্তা প্রাধান্য দিয়েছে হাফসিল্ককে। হাফসিল্কে উৎসবের আমেজ আর আভিজাত্য ফুটিয়ে তুলেছেন তারা। হাফসিল্কে যেকোনো মটিফ ফুটিয়ে তোলা সহজ। এই ফেব্রিকে রং ও সৌন্দর্য নিখুঁত হয়ে ধরা দেয়।

অনলাইনভিত্তিক উদ্যোগ ‘জেনেটস ক্রিয়েশন’ এর স্বত্বাধিকারী জেনেটস গোমেজ বলেন, ‘‘বৈশাখ উপলক্ষ্যে সুতি, হাফসিল্কের ওপর ব্লক প্রিন্ট ও টাইডাই করেছি।’’বৈশাখের সৌন্দর্য পোশাকে ফুটিয়ে তোলার জন্য এই ডিজাইনার লাল, মেরুন, সাদা,কমলা, সবুজ উজ্জল রঙগুলোকে প্রাধান্য দিয়েছেন। মোটিফ হিসেবে স্থান পেয়েছে ফুল, লতাপাতা। ‘জেনেটস ক্রিয়েশন’এর শাড়ির দরদাম শুরু হয়েছে, ১৬০০ টাকা থেকে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ