ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কাদের সুবিধা দিতে নির্বাচন বিলম্বিত, প্রশ্ন সালাহউদ্দিনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৯:১১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৯:১১:১০ অপরাহ্ন
​কাদের সুবিধা দিতে নির্বাচন বিলম্বিত, প্রশ্ন সালাহউদ্দিনের ​ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি। কাদের সুবিধা দিতে এটি করা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এরকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।

‘রাস্তার মানুষ বলছে, এই সরকার আরও পাঁচ বছর থাকুক’ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যে সালাহউদ্দিন বলেন, তার (স্বরাষ্ট্র উপদেষ্টার) পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শোনেন না। 

নির্বাচনের কথা বললেই বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের উল্টোপথে যাত্রা দেশের জন্য শুভ হবে না। দেশের মানুষ খুব দ্রুতই ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরে পাবে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ