ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার সাজা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৮:০৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৮:০৯:৩৫ অপরাহ্ন
​প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার সাজা ​ফাইল ছবি
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম মিসবাহ-উর রহমান এ রায় ঘোষণা করেন। প্রতারণার মাধ্যমে মানুষের বিশ্বাস ভেঙেছেন আসামিরা, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য বলে রায়ে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া জানান, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন বাদী মো. রাজিব। এ ঘটনায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা করেন তিনি। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন আদালত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ