কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৪-২০২৫ ০৩:৩৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৫ ০৪:২৩:৩৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে ৫ আগস্টে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার রিপন নাথ ঘোষ (৪৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের নারায়ন নাথ ঘোষের ছেলে।
টাঙ্গাইলের র্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দীদের সাথে গ্রেপ্তার রিপনও পালিয়ে যায়।
প্রায় আট মাস পর শনিবার রাতে তাঁকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ এপ্রিল) সকালে তাঁকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয় বলে জানান মেজর কাওছার বাঁধন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স