ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে সাবেক এমপি নদভী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৩:২৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৩:৩৩:৩৭ অপরাহ্ন
হাসপাতালে সাবেক এমপি নদভী ফাইল ছবি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৩ এপ্রিল) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ডায়াবে‌টিস, রক্তচাপ, দুর্বলতাসহ ৪/৫ টি রোগ রয়েছে। শারী‌রিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রবিবার বেলা ১১টায় তাকে চট্টগ্রাম মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়।১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ