চারুকলার শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তনের কারণ জানানোর দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৪-২০২৫ ১২:৫৩:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৫ ১২:৫৪:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের যথার্থ কারণ জানানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। রোববার (১৩ এপ্রিল) সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তাঁরা। এ সময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে পুনরায় ‘আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। গত শুক্রবার চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে।
এরইমধ্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক পরা একজন আগুন দিয়ে পালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ঐতিহ্যগতভাবে চারুকলার শিক্ষাক-শিক্ষার্থীরা শোভাযাত্রার আয়োজন করে। এরইমধ্যে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। এবারও বৈশাখ শেকলমুক্ত নয়। এ সময় প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
তাঁরা আরো বলেন, ঢাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। তারা এ সিদ্ধান্ত সমর্থন করছেন না। চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরো বলেন, ১৯৮৯ সাল থেকে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এখন রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধিতা করছেন। তারা ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে নীতিমালা করার দাবি জানান।
একইসঙ্গে মঙ্গল শোভাযাত্রা আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বলেও স্বীকার করেন সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল। তিনি বলেন, শোভাযাত্রা বাতিল করার কোনও আগ্রহ তাদের নেই। তারা চান, সবাই মিলে আনন্দ করুন। কিন্তু ‘মঙ্গল’ বাদ দেওয়ার একটি ভ্যালিড কারণ দেখাতে বলেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স