ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১১:২০:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪৬:১২ অপরাহ্ন
পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ফাইল ছবি
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয় হয়, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসে আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষে নিম্নলিখিত ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে চলতে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

ডাইভারশন/ব্যারিকেড পয়েন্টসমূহ
আগামী ১৪ এপ্রিল সোমবার ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিম্নলিখিত এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।

১। বাংলামোটর ক্রসিং/নেভী গ্যাপ, ২। পুলিশ ভবন ক্রসিং, ৩। সুগন্ধা ক্রসিং, ৪। কাকরাইল চার্চ ক্রসিং, ৫। কদমফোয়ারা ক্রসিং, ৬। হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), ৭। দোয়েল চত্তর ক্রসিং, ৮। রোমানা ক্রসিং, ৯। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, ১০। জগন্নাথ হল ক্রসিং, ১১। ভাস্কর্য ক্রসিং, ১২। নীলক্ষেত ক্রসিং ও ১৩। কাটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা
রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত নিম্নলিখিত রাস্তাসমূহে যানবাহন চলাচল করবে। যানবাহন চলাচলের রাস্তাসমূহ নিম্নরূপঃ

১। মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।২। গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।৩। সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থান
১। নেভী গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।২। মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।৩। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।৪। কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।৫। দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ