বাংলা স্কুপ, ৬ অক্টোবর:
নদীর ওপর শুয়ে বৃষ্টি উপভোগ করার জন্য রাজধানীবাসীকে খুব বেশি দূরে যেতে হবে না। বছিলা থেকে ঘণ্টাখানেক পথ পেরোলেই ধলেশ্বরীর বুকেই গড়ে উঠেছে চোখ ও মনের বিশ্রামের জায়গা ‘জলকাচারি-ধলেশ্বরী’। ধলেশ্বরী নদীর পাড় ঘেঁষে কাঠের তৈরি সানডেক আর পাশেই কাঠ ও টিনের রঙিন বাংলো। এমন দৃশ্য মিলবে ঢাকার অদূরে কেরাণীগঞ্জের জলকাচারি-ধলেশ্বরী রিসোর্টে।
ব্রেকফাস্ট প্যাকেজ, লাঞ্চ প্যাকেজ, ডে প্যাকেজ, নাইট-স্টে প্যাকেজসহ অনেকগুলো প্যাকেজ রয়েছে তাদের। সারাদিনের জন্য ঘুরতে চাইলে জনপ্রতি পড়বে ১ হাজার ৬০০ টাকা। সকাল আটটা থেকে সূর্যাস্ত সময়ে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের হালকা নাশতা থাকবে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত থাকতে চাইলে গুনতে হবে ১ হাজার ৮০০ টাকা। সেখানে রয়েছে সন্ধ্যার নাশতা, রাতের খাবার ও পরদিন সকালের নাশতা। বন্ধুদের গ্রুপ অথবা সপরিবারে উপভোগের জন্য এটি এক দারুণ জায়গা।
জলকাচারিতে যেতে হলে আগে থেকে ফোন করে যেতে হবে। বুকিং ও কনফারমেশনের জন্য যোগাযোগ করুন ০১৮৬৫০১৯৮৯৫।
এইচবি/এসকে