ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম আটক

আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৯:১৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৯:১৮:৪৭ অপরাহ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম আটক ​আমিনুল ইসলাম । ফাইল ফটো
বাংলা স্কুপ, ৬ অক্টোবর:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে রাজধানীর বনানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে, কোন মামলায় তাঁকে আটক করা হলো তা জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে ২০২৩ সালের মার্চে অবসরে যান আমিনুল ইসলাম খান।
আমিনুল ইসলাম খান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি কাজ করেন। কাতারে বাংলাদেশ অ্যাম্বাসির প্রথম সচিব ছিলেন তিনি। যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের সচিবালয়ের যুববিষয়ক এশিয়া আঞ্চলিক কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদক।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ