ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার আহ্বান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:৩৩:২১ অপরাহ্ন
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার আহ্বান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন করতে ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়। এতে চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস রিলিজে আরো বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে উক্ত সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গত ১০ এপ্রিল চিফ প্রসিকিউটর যে বক্তব্য প্রদান করেছেন তা একটি সংবাদ মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 

চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। 

প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কন্টেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

প্রেস রিলিজে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ওই সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ