ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​‘যারা দেশের সম্পদ লুট করেছে তাদের বিচার হচ্ছে না কেন’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৫:১৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৭:৪৬:৩৬ অপরাহ্ন
​‘যারা দেশের সম্পদ লুট করেছে তাদের বিচার হচ্ছে না কেন’ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, দেশের সম্পদ লুট করেছে, তাদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি। 

জয়নুল আবদিন ফারুক বলেন, ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

এ সময় সাবেক এমপি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার সব অবৈধ সম্পদের হিসাব জনগণের সামনে আনার দাবিও জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ