নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস, প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ০৪:০৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ০৫:৫০:৪৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এতে বাসচাপা পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসিন উদ্দিন (১৫) নিহত ও ৪ বাসযাত্রী আহত হয়েছেন। নিহত তাসিন উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
শনিবার (১২ এপ্রিল) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাঁরা হলেন- পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেবনগরের জয়নাল আবেদীন, ভোলার নাছিরউদ্দীন ও দাগনভূঞার বেলাল হোসেন। তাঁরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। আহতদের সবার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাসিন উদ্দিন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দোকানঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্হলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স