ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৬ ট্রাক জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ১২:৪৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ১২:৪৬:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটিকাটায় দুইটি স্কেভেটর অকেজো ও ছয়টি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টায় ফেনী সদর উপজেলার মোটবী ও লেমুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফেনী সদর উপজেলার মোটবী ও লেমুয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত দুইটি স্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি-বালি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ৬টি ট্রাক জব্দ করা হয়।
আনার সুযোগ না থাকায় এস্কেভেটর দুইটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। জব্দকৃত ৬টি ট্রাক হেফাজতে রাখা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার বলেন, অভিযুক্তদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিত করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স