কুষ্টিয়ায় বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৪-২০২৫ ১২:২৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৪-২০২৫ ০২:৫৭:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬) নিহত হয়েছেন। এই ঘটনায় মিজানুর রহমান নামের (২৭) আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত নয়ন, রনি ও আহত মিজান সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে চাকরি করেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে যাওয়ার পথে বটতৈল এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স