ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​শোভাযাত্রার আগে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১১:২৯:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:২৪:২৮ অপরাহ্ন
​শোভাযাত্রার আগে পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ​ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ দু’টি পুড়ে গেছে। 

শনিবার (১২ এপ্রিল) সকালে অনুষদে এমনটি দেখা গেছে।

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজটি করা হয়েছে বলে মনে করছেন তিনি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দু‘টি মোটিফ পুড়ে গেছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ফ্যাসিবাদের প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ