ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে তা স্পষ্টভাবে বলা উচিত’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৬:০৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৮:১৩:৪৫ অপরাহ্ন
​‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে তা স্পষ্টভাবে বলা উচিত’ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অন্তর্বর্তী সরকার যদি পাঁচ বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করে, তবে তা দেশবাসীর সামনে পরিষ্কারভাবে জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে বিপ্লবী যুব সংহতি।

সাইফুল হক বলেন, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার। প্রশ্ন হলো, আপনি কি সরকারের মনের কথা প্রকাশ করলেন? যদি তাই হয়, সরকারকে উচিত এ কথাটি জনগণকে স্পষ্টভাবে জানানো।

সাইফুল হক আরও বলেন, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ও ভুটানে পণ্য রফতানির সুযোগ আমরা হারাচ্ছি। আন্তর্জাতিক কোনো চুক্তি এভাবে একতরফাভাবে বাতিল করা যায় না। এটি বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।

তিনি বলেন, ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা আশাবাদী হয়েছিলাম। ভাবছিলাম, দুই দেশের সম্পর্কে কিছুটা উষ্ণতা ফিরবে। কিন্তু বরং ভারত তাদের আগ্রাসী অবস্থান অব্যাহত রেখেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প ভারতের স্বার্থে গড়া হয়েছে। এমন প্রকল্প বন্ধ করতে হবে। ভারতের সঙ্গে করা যাবতীয় নিরাপত্তাবিরোধী ও দেশবিরোধী চুক্তি প্রকাশ করতে হবে। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি, ভারতকে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পর্ক মেরামতের বার্তা দিচ্ছি।

ফিলিস্তিন প্রসঙ্গে সাইফুল হক বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ ফিলিস্তিনের পক্ষে জেগে উঠেছে। সরকার চাইলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে।

প্রথমত, পাসপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞার ভাষা ফিরিয়ে আনা হোক। দ্বিতীয়ত, ইসরায়েলি গোয়েন্দা প্রযুক্তি আমদানি করে বাংলাদেশের জনগণের ওপর নজরদারি করা হয়েছে। এ চুক্তিগুলো প্রকাশ করে তা বন্ধ করতে হবে। তৃতীয়ত, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ