মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে অপহরণের যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ভাষ্য, যথাযথ আইন মেনেই তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। ’
মেঘনা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয়। সেসময় তিনি ফেসবুক লাইভে ছিলেন। লাইভে মেঘনা আলম দাবি করেছিলেন, তিনি নিরপরাধ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
ডিটেনশন আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম