রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৪-২০২৫ ০৫:৩৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৪-২০২৫ ০৭:৫২:৪৪ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
সেসময় অনেক ভবন কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। বিভিন্ন এলাকায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা ও মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
একাধিক সামাজিকমাধ্যম ব্যবহারকারী ভূমিকম্পের বিষয়টি উল্লেখ করে পোস্ট দিয়েছেন। অনেকেই লিখেছেন, হঠাৎ চেয়ার-টেবিল কেঁপে উঠল, কেউবা বলেছেন, ফ্ল্যাট দুলে উঠলো কয়েক সেকেন্ডের জন্য।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে গত ২৮ মার্চ (শুক্রবার) মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ওই দিন প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে ১২ মিনিটের ব্যবধানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে মান্দালয়ের সাগাইং শহরের কাছাকাছি। ওই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স