বাংলা স্কুপ, ৬ অক্টোবর:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা । অন্যদিকে আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত ৭ দিন করে মঞ্জুর করেন। এ মামলায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি।
ডেস্ক/এসকে
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার