ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৩:১৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৪:০৪:০১ অপরাহ্ন
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র‌্যালি সংবাদচিত্র: সংগৃহীত
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে একাত্মতা ঘোষণা করে ‘রাইড ফর প্যালেস্টাইন’ স্লোগানে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি মোটরসাইকেল, স্কুটি, বাইসাইকেল ও গাড়ি র‌্যালি হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও ধানমন্ডি ৩২ হয়ে সংসদ ভবনে এসে শেষ হয়েছে।

বাংলাদেশ ভেসপা কমিউনিটির এডমিন দিদারুল ইসলাম সুজন বলেন, ফিলিস্তিনির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য র‌্যালিটি  করা হচ্ছে। র‌্যালিতে স্কুটার, ভেসপা, মোটরসাইকেল, বাইসাইকেল ও গাড়ি মিলে ৫ হাজারের মতো হবে। মানুষ আরেকটু বেশি হবে, পথে পথে যোগ দেবে। আমরা কোনো ব্যানারে করছি না। বাংলাদেশের যত টু হুইলার্স গ্রুপ, ফোর হুইলার্স গ্রুপ আছে, সবাই মিলে জয়েন্ট করেছি। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডি ৩২ হয়ে আার মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যালিটি শেষ হবে।

মিছিলে অংশ নেওয়া রাইডাররা জানান, রাইড ফর প্যালেস্টাইন মানবতার জন্য আজকে এক হওয়া। জাতি, ধর্ম, শ্রেণি নির্বিশেষে আমরা যারা সাইক্লিং, মোটর সাইক্লিং, স্কুটার বা গাড়ি চালাই তাদের সবাই এক হওয়াই মূল উদ্দেশ্য।রাইডের শুরুতে চারটি ডেজিগনেটেড এরিয়ায় প্রথমে সাইকেল, তার পেছনে স্কুটার, মোটরবাইক গাড়ি ও সবশেষে মোটরসাইকেল ছিল। খুবই ধীরগতিতে মিছিলটি করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ