ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াসার পানিতে পোকা: বিপাকে রাজধানীবাসী

আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:১৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৩:৪৭:২৭ অপরাহ্ন
ওয়াসার পানিতে পোকা: বিপাকে রাজধানীবাসী সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে মিলছে পোকা। বিশেষ করে মগবাজার-মধুবাগ,পূর্ব মাদারটেক, মুগদা, মান্ডা, পূর্ব গোড়ান,কদমতলা রাজারবাগ এলাকার বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। একাধিকবার বাসা-বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করেও মিলছে না সমাধান। এলাকাবাসীর অভিযোগ, পানিতে পোকামাকড়ের উৎস ওয়াসার সাপ্লাই পাইপ।

মধুবাগের এক বাসিন্দা জানান, এই পানিতে গোসল ও রান্না করতে সমস্যা। বাসার ছেলে-মেয়েরা পানি পান করতে চায় না। পাম্প থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। আরেক বাসিন্দা জানান, পানির ট্যাঙ্ক পরিষ্কার করলে ১০-১৫ দিন একটু ভালো থাকে। পরে আবার পোকা আসতে থাকে।  

রোজকার গৃহস্থালির কাজে বিকল্প না থাকায়, ট্যাপের মুখে কাপড় বেঁধে চালিয়ে নিচ্ছেন অনেকেই। ভুক্তভোগীরা জানান, ময়লা পানি ব্যবহারের কারণে হরহামেশাই দেখা দিচ্ছে পেটের অসুখ ও চর্মরোগ।পানিতে ময়লা ও পোকার বিষয়ে ঢাকা ওয়াসার সাথে যোগাযোগ করা হলে, মধুবাগ এলাকায় যান তাদের তিনজন কর্মকর্তা। কয়েকটি বাসা থেকে সংগ্রহ করা পানির নমুনায় পোকা উপস্থিতি দেখতে পান তারা। এ জন্য দায়ী করেন ট্যাঙ্ক পরিস্কার না করাকে।

ওয়াসার উপসহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী জানান, ঠিক মতো ট্যাঙ্ক পরিষ্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লাইনের পানি পরিষ্কার আছে, ট্যাঙ্ক ঠিকভাবে পরিষ্কার করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বাসা-বাড়ির পানির ট্যাঙ্ক ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ নাকচ করেছে এলাকাবাসী। এ অবস্থায় ওই এলাকায় ওয়াসার পানির পাইপের মান পরীক্ষা করে দেখার আশ্বাস দেন পরিদর্শনে আসা ওয়াসার কর্মকর্তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ