ম্যাচে চলছে তখন ৪৪ তম ওভার। শেষ উইকেটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জয় পেতে প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে থাকা মিনহাজুল আবেদিন সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তবে এর পর সাব্বির যেটা করেছেন তা নিয়েই আলোড়ন তৈরি হয়েছে গোটা ক্রিকেট মহলে।
বল মিস করার পর আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে বাইরে এনে রাখেন সাব্বির। আর তাতেই শাইনপুকুরকে হারতে হয়েছে ৫ রানে। সাব্বিরের এমন সন্দেহজনক আউট নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা ক্রিকেট পাড়ায়। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সেই আউটকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৪-২৫-এর গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে উদ্বেগের বিষয়টি অবগত আছে বোর্ড। বিসিবির দুর্নীতি দমন ইউনিট এবং লীগের টেকনিক্যাল কমিটি ইতোমধ্যেই ম্যাচের সঙ্গে জড়িত অভিযোগের তদন্ত শুরু করেছে।
বিবৃতিতে আরো জানানো হয়, বিসিবি খেলার অখণ্ডতা বজায় রাখার এবং ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। খেলার চেতনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন যেকোনো ধরণের দুর্নীতি বা অসদাচরণের প্রতি বোর্ডের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে বলেও জানানো হয়।
তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে জড়িত ক্রিকেটারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
‘বাংলাদেশ ক্রিকেট পেছনের দিকে যাচ্ছে’