ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক আইজিপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:৩২:৩৫ অপরাহ্ন
​পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক আইজিপি ​ফাইল ছবি
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। 

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরদিন, ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ২০ নভেম্বর তাকে পদ থেকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ