‘হৃদয়ের কথা শুনে’ শুল্ক প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-০৪-২০২৫ ০৮:২৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৪-২০২৫ ০৮:২৬:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে চলমান শুল্ক যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। শুল্ক কার্যকরের দিনই তিনি তা তিন মাসের জন্য স্থগিত করেছেন। তার ভাষায়, এ সিদ্ধান্ত এসেছে "হৃদয় থেকে"।
বুধবার (৯ এপ্রিল) নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, "গত কয়েকদিন ধরে এই বিষয়ে ভাবছিলাম। আজ সকালেই বিষয়টি স্পষ্ট হয় আমার কাছে। কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সময় ছিল না। শুধু অন্তরের কথা শুনে যা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি।"
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে পরামর্শ করেই এই পোস্ট লিখেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও অনেক রিপাবলিকান আইনপ্রণেতা তার এই আকস্মিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।
চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। এর প্রভাব পড়ে শেয়ারবাজারে, কমে যায় ডলারের দাম, আর তেলের দাম নেমে আসে চার বছরের মধ্যে সবচেয়ে নিচে। এমন পরিস্থিতিতে শুল্ক স্থগিতের ঘোষণা যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
শুল্ক স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পরই মার্কিন শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। শুধু বুধবারই দেশটির সাতটি শীর্ষ প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য বেড়ে যায় প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
প্রেসিডেন্টের ঘোষণার পর সাংবাদিকদের সামনে কথা বলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, বাজারের অস্থিরতা নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনার ইচ্ছা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসেন্ট বলেন, “প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে সমাধান করতে হবে। এজন্য সময় লাগবে। প্রেসিডেন্ট নিজেই এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে চান, তাই ৯০ দিনের বিরতি দেওয়া হয়েছে।”
ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকেই যুক্তরাষ্ট্রের নরম মনোভাব হিসেবে দেখছেন। তবে হোয়াইট হাউস এখনো বলছে, তারা কৌশলগত আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান চায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স