ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০২:২১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০২:৩০:০২ অপরাহ্ন
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ছবি : প্রতীকী
রাজধানীর কদমতলীতে বিদ্যুতায়িত হয়ে মো. জাকিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

মৃত জাকিরুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার শাগাটা থানার বোনার পাড়া তেলিয়াম গ্রামে। বর্তমানে সে কদমতলীর জুরাইন কলেজ রোড এক নম্বর মিরু সড়কে থাকতো। সে ওই এলাকার শামসুল হকের ছেলে ছিল।তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক রিপা জানান, কদমতলীর জুরাইন কলেজ রোডে আমাদের একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। রাতে যেকোনো সময় পেশাদার চোর বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে থাকে। আমরা তাকে সকালে দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আগেই মারা গেছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কদমতলী থেকে আচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ