প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় ঢাকা-মস্কো
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৪-২০২৫ ০৭:০২:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৫ ০৭:০২:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
উভয় দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও রাশিয়ার সামরিক কর্মকর্তারা। উভয় পক্ষ দুই দেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার জন্য পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ঢাকার রুশ দূতাবাস এসব জানায়।
রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।
রাশিয়া ও বাংলাদেশের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার জন্য পারস্পরিক সংকল্প ব্যক্ত করেছে।বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স