ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র‌্যালি করবে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০২:৪৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০২:৪৬:৫১ অপরাহ্ন
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র‌্যালি করবে বিএনপি
নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরায়েলি ‘বর্বরোচিত নৃশংসতা’র প্রতিবাদে র‌্যালির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালি শুরু হবে। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।এতে জানানো হয়, শুধু রাজধানী ঢাকা নয়, একই দিন সারাদেশের মহানগরগুলোতেও একই ধরনের কর্মসূচি পালিত হবে।বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ