শারীরিকভাবে ‘ভালো নেই’ উল্লেখ করে দোয়া চেয়েছেন পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক। বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন। এদিন সকাল ৯টায় ঢাকা সিএমএম আদালতে তাকে আদালতে হাজির করা হয়। সোয়া ১০টায় তাকে ২৭ নম্বর আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেফতার দেখান। পরে ১০টা ৫৫ মিনিটে তাকে হাজতখানায় নেওয়ার পথে সিএমএম আদালতের সামনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ভালো নেই। আমার জন্য দোয়া করবেন।’
এর আগে ৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে শহীদুল হককে গ্রেফতার করে পুলিশ। শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকালে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
আমু, সালমান, দীপু মনিসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯