ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০২:২৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০২:২৩:২৮ অপরাহ্ন
বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত সংবাদচিত্র: সংগৃহীত
বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।আহত দুই পুলিশ সদস্য হলেন- শহরের নারুলী পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। গ্রেপ্তারকৃতরা হলেন- নারুলী দক্ষিণপাড়ার জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়ার নুর আলম সুইট (৩৫) ও উত্তর ধাওয়াপাড়ার রাব্বি হোসেন (২০)।

নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজমুল হক বলেন, ‘‘মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ি ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি স’মিলের পাশে রেখে দেয় তারা।

এরপর চালককে সুইট নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে আটকে রেখে মালিকের কাছে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এসময় সুইট পালিয়ে গেলেও প্রাচীরের ওপাশ থেকে ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। এসময় এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব আহত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’’তিনি আরো বলেন, ‘‘ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছিল। রাতভর অভিযান শেষে ভোর সাড়ে ৫টায় সোনাতলার একটি চর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।’’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ