ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ফিনল্যান্ডের ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০২:২০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০২:২০:১৫ অপরাহ্ন
​বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ ফিনল্যান্ডের ব্যবসায়ীদের প্রতীকী ছবি
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ফিনল্যান্ডের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে ঢাকা সফররত ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা এমন আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ফিনল্যান্ডের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অন্যান্য বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।

এ সময় উপদেষ্টার বক্তব্যেরে জবাবে জারনো সিরিয়ালা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ