ইসির নিবন্ধন পেল ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৫ ০২:০৩:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৫ ০২:০৩:২২ অপরাহ্ন
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি। বুধবার (৯ এপ্রিল) এ নিবন্ধন দেওয়া হয়।
সম্প্রতি আদালত দলটির নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেয়। বিজেএমপির নেতারা পরে নিবন্ধন সনদের জন্য ইসিতে যান।
বিজেএমপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল জানান, নিবন্ধন পাওয়ার জন্য ২০১৮ সালে আবেদন করেছিলেন তারা। পরে আদালতে যান তারা।
ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা এখন ৫০টি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স