টেলিগ্রামকে বড় অংকের জরিমানা করলো রাশিয়া
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০৭:৩৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০৭:৩৯:৩৬ অপরাহ্ন
সরকারবিরোধী কনটেন্ট না সরানোর কারণে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে বিশাল অংকের জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ত্রাসী হামলা ও রাশিয়ান সরকার উৎখাতের লক্ষ্যে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোর মতো কনটেন্ট সরাতে অস্বীকৃতি জানানোয় টেলিগ্রামকে ৭০ লাখ রুবল বা ৮০ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর এক আদালত।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের প্রতিষ্ঠিত টেলিগ্রামের প্রায় একশ কোটি ব্যবহারকারী রয়েছে। রাশিয়া, ইউক্রেইন ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্লাটফর্মটি।
২০২৪ সালের আগস্টে টেলিগ্রাম ব্যবহার করে জালিয়াতি, অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের ছবি শেয়ারের অভিযোগে ফ্রান্সে গ্রেফতার হন পাভেল দুরভ।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স