চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
'বৈদেশিক বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০৭:৩২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০৭:৪৪:৪২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বর্তমানে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যা অতীতে কখনো ছিল না। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মঙ্গলবার (০৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একদল চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশ নিতে ঢাকায় এসেছিলেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশে চলমান বিনিয়োগ সংস্কারের ফলে চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কেন্দ্র বাংলাদেশে স্থানান্তর সহজ হবে। আমরা বিদেশি বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করছি।
তিনি আরও জানান, কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের জন্য প্রতি মাসে প্রাতঃরাশ বৈঠক অনুষ্ঠিত হবে। যাতে বিনিয়োগকারীরা তাদের উদ্বেগ উত্থাপন করতে পারেন। এছাড়া, একটি ডেডিকেটেড হটলাইন ও কল সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের সমস্যা দ্রুত সমাধান করতে পারবেন।
চীনা প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রামে চীনা অর্থনৈতিক জোন ও মোংলায় নতুন অর্থনৈতিক জোনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এখানে একটি প্রস্তুত বাজার রয়েছে। নেপাল ও ভুটানের মতো ল্যান্ডলকড দেশগুলোর জন্যও সুযোগ রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স