ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ইসরাইলি হামলায় গাজায় ২১১ সাংবাদিক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৪:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:৩৩:৪৯ অপরাহ্ন
​ইসরাইলি হামলায় গাজায় ২১১ সাংবাদিক নিহত ​ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ভোরে ইসরাইলের ভয়াবহ হামলার পর ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বব্যাপী সমর্থনের আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
 
মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, ওই হামলায় গুরুতর দগ্ধ হয়ে মারা যাওয়া আহমেদ মনসুর গাজায় ইসরাইলের নিহত ২১১তম গণমাধ্যমকর্মী।

এতে বলা হয়, আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংগঠনের প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা জানাতে আহ্বান জানাচ্ছি।

এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় সোমবার রাতভর অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন, রাতভর ইসরাইলি বাহিনীর অভিযানে উপত্যকাজুড়ে ১৯ জন নিহত হয়েছেন এবং কয়েক বহু মানুষ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এদিন রাতে পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রাখে দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেফতার এবং উচ্ছেদ করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ