ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নেতানিয়াহুর কুশপুতুল দাহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে নেতানিয়াহুর কুশপুতুল দাহ সংবাদচিত্র: সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করা হয়।

রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদী মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। পরে মিছিলটি লক্ষ্মীপুর মোড় হয়ে আবারও সিঅ্যাডবি মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ অন্তর, রাজপাড়া থানার যুগ্ম-আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ। এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় সমাবেশ করেছে রাবি ছাত্রদল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ