ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:২১:২৯ অপরাহ্ন
​গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহতের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পড়ে। এসময় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দার অন্যান্যরা। বক্তারা বলেন, সড়কটির এই অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল আরও নিরাপদ হবে। 

উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) সকালে ওই স্থানে যাত্রীবাহি বাসের চাপায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহত হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ