শুধু বাঙ্গালী নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। দুইদিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে আগে এমনটা জানিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে একদিন পর।
নাম পরিবর্তন নিয়ে উপদেষ্টা ফারুকী জানান, ‘পহেলা বৈশাখ উপলক্ষে এবার চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়ে আগামী ১০ এপ্রিল জানাবে।’ তিনি আরও বলেন, ‘এবার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবাইকে নিয়েই মঙ্গল শোভাযাত্রা বের হবে এবং নববর্ষ উদযাপিত হবে।’
এবার নতুন বছরকে বরণে আসছে ভিন্নতা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বৈঠক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অংশীজনরা। ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। জানান, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় বিভিন্ন ব্লকে থাকবে চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই মূল লক্ষ্য।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন