ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০২:১৯:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন
থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ​ফাইল ছবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ করপোরেশন লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

এতে ব্যয় হবে ১৮৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১.২৮ মার্কিন ডলার। ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া বৈঠকে সয়াবিন তেল ছাড়াও চাল, এলএনজি ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ