ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৬৮ দিন বিদ্রোহের পর অনুশীলনে ফিরেছেন সানজিদা-কৃষ্ণারা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০২:১৬:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
৬৮ দিন বিদ্রোহের পর অনুশীলনে ফিরেছেন সানজিদা-কৃষ্ণারা সংবাদচিত্র: সংগৃহীত
বরফ গলতে শুরু করেছিল আগের দিনই। মঙ্গলবার সকল মান অভিমান ভুলে কোচ পিটার বাটলারের অনুশীলনে ফিরেছেন ‘বিদ্রোহী’ নারী ফুটবলাররা। এক দিন আগে দেশে ফিরে বাফুফে ভবনে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন ইংলিশ কোচ পিটার বাটলার। সেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার সময় পাল্টাপাল্টি কথাও হয়েছে। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা-সানজিদা সহ অন্যরা। তার মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিন ধরে চলা দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হয়েছে।

সকাল ৬টায় ঘণ্টাখানেক আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে জাতীয় নারী ফুটবল দল। যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে থাকায় ছিলেন না। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলার জন্য সেখানে গেছেন তারা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার অনুশীলনে ফিরেছেন। এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে শুরু হয়েছে এই অনুশীলন। মিয়ানমারে হবে টুর্নামেন্টের বাছাই পর্ব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ