ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম উদ্ধারকাজে অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা আবির পরিবহনের বাসটি ফরিদপুরের জোয়াইরের মোড় এলাকার জোবায়দা করিম জুট মিলের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে