ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা বন্ধের দাবি

ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৮:৪১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৮:৪২:২২ অপরাহ্ন
ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ​ঢাবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় তারা ‘ইসরায়েলের কালো হাত, ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’ ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’সহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ফিলিস্তিনের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাপ্রবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি),  পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাংগাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, একই দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছেন ব্র্যাক-নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাছাড়া ঢাকার বাইরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ